লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার
সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে লন্ডনে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ।
রয়টার্স বলছে, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন প্রিজনার্স ফর প্যালেস্টাইন এ তথ্য জানায়।
সংগঠনটি বলেছে, গ্রেটা একটি প্ল্যাকার্ড ধরেছিলেন, যেখানে লেখা ছিল- 'আমি প্যালেস্টাইন অ্যাকশনের বন্দিদের সমর্থন ও গণহত্যার বিরোধিতা করি।' এ কারণে তাকে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটিশ সরকার আগেই 'প্যালেস্টাইন অ্যাকশন'-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তাই প্রকাশ্যে এই সংগঠনকে সমর্থন করা অপরাধ।
লন্ডনের সিটি পুলিশের এক মুখপাত্র জানান, আরও দুজনকে একটি ভবনে লাল রং নিক্ষেপ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানায়, ওই ভবনটি লক্ষ্য করা হয়েছিল কারণ সেখানে এমন একটি বিমা কোম্পানি কাজ করে, যারা ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখার সঙ্গে যুক্ত।
এ বিষয়ে ওই বিমা কোম্পানি এখনো কোনো মন্তব্য করেনি।
২২ বছর বয়সী গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে সুইডেনের সংসদের সামনে জলবায়ু আন্দোলন শুরু করে বিশ্বজুড়ে পরিচিত হন।
গত বছর লন্ডনের এক বিক্ষোভে তাকে গ্রেপ্তার করা হলেও পরে আদালত সেই অভিযোগ খারিজ করে দেন, কারণ বিচারক বলেন- পুলিশ তাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখে না।
এ ছাড়া, গত অক্টোবরে গ্রেটা বৈশ্বিক সাহায্যবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করলে ইসরায়েল তাকে আটক করে পরে দেশ থেকে বের করে দেয়।
ইসরায়েল সরকার গাজা নিয়ে আনা গণহত্যার অভিযোগ এখনো অস্বীকার করে আসছে।

Comments