মস্কোয় বিস্ফোরণে ২ পুলিশসহ ৩ ব্যক্তি নিহত
মস্কোয় দুই পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন।
আজ বুধবার রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
মস্কোর ইয়েলেৎসকায়া সড়কে রাখা একটি পুলিশের গাড়ির কাছে এক 'সন্দেহজনক ব্যক্তিকে' চিহ্নিত করেন দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তা। তারা ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার উদ্দেশ্যে তার দিকে এগিয়ে যান। এ সময় একটি বোমা বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে আহত হয়ে দুই পুলিশ কর্মকর্তা ও কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি প্রাণ হারান।
সোমবার গাড়ি বোমা হামলায় জ্যেষ্ঠ রুশ লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন। ওই ঘটনার কাছেই আজকের বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
গাড়ির নিচে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে সারভারভ নিহত হন।
রুশ ইনভেস্টিগেট কমিটির মুখপাত্র সোয়েতলানা পেত্রেঙ্কো সমাজ মাধ্যম টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলেন, 'ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের প্রাণনাশের চক্রান্ত নিয়ে তদন্ত শুরু হয়েছে।'
নিহত জেনারেল সেনাবাহিনীর প্রশিক্ষণ দপ্তরের প্রধান ছিলেন।
তদন্ত সংস্থা সারভারভের হত্যাকাণ্ডের বিষয়ে জানিয়েছে, 'ইউক্রেনীয় স্পেশাল ফোর্সেস' এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া। সে সময় থেকেই কিয়েভ রুশ সামরিক কর্মকর্তা ও ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অংশে ক্রেমলিনপন্থিদের লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা শুরু করে। এমনটাই দাবি করে মস্কো।


Comments