খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফের শোক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ মঙ্গলবার পৃথক বার্তায় তারা শোক জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) দেওয়া শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সৃষ্টিকর্তা এই বিয়োগান্তক ক্ষতি সয়ে নেওয়ার জন্য তার পরিবারকে ধৈর্য দান করুন।'
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, 'বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে।'
খালেদা জিয়ার সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, '২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তার দর্শন ও রেখে যাওয়া আদর্শ আমাদের অংশীদারত্বকে এগিয়ে নিতে পথ দেখাবে।'
'পাকিস্তানের বন্ধু ছিলেন খালেদা জিয়া'
অন্যদিকে এক শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ খালেদা জিয়াকে 'পাকিস্তানের নিবেদিতপ্রাণ বন্ধু' হিসেবে অভিহিত করেছেন।
এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, 'বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে তার আজীবন সেবা এক দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে গেছে।'
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, 'বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। শোকের এই মুহূর্তে আমার সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে আছে।' তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


Comments