সুইস স্কি রিসোর্টের পানশালায় বিস্ফোরণ, কয়েকজন নিহত
সুইজারল্যান্ডে ক্রঁস-মঁতানা স্কি রিসোর্টের এক পানশালায় বিস্ফোরণের ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে কনস্টেলেশন নামে ওই পানশালায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হতাহতদের পরিবারের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ভবনের ভেতরে আগুন জ্বলছে। এসব ভিডিও যাচাইয়ের কাজ চলছে।
সুইস সংবাদমাধ্যম ব্লিকের মতে, কনসার্ট চলাকালে আতশবাজির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ এখনো অজানা।
BREAKING:
Many killed and wounded in an explosion at a bar in the Swiss ski resort town of Crans-Montana pic.twitter.com/kkGaaPRcRR— Visegrád 24 (@visegrad24) January 1, 2026
ক্রঁস-মঁতানা সুইজারল্যান্ডের ভালাইস অঞ্চলে অবস্থিত একটি অভিজাত স্কি রিসোর্ট, যা ব্রিটিশ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এতে মোট ৮৭ মাইল দীর্ঘ স্কি ট্রেইল রয়েছে। রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে এটি অবস্থিত।
চলতি জানুয়ারির শেষ দিকে এই রিসোর্টে স্পিড স্কিইং প্রতিযোগিতা এফআইএস ওয়ার্ল্ড কাপ আয়োজনের কথা রয়েছে।
সুইস পুলিশের একজন প্রতিনিধি জানান, শিগগিরই ভালাইস ক্যান্টোনাল পুলিশ হালনাগাদ তথ্য প্রকাশ করবে। নিহতের সংখ্যা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে একাধিক লোক নিহত হয়েছেন।


Comments