প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ হিসেবে বুদানোভকে বেছে নিলেন জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিরিলো বুদানোভ। ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার দেশটির সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানোভকে তার শীর্ষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। পাশাপাশি এক ড্রোন ও ডিজিটালাইজেশন বিশেষজ্ঞকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এসব নিয়োগ এমন সময়ে হচ্ছে, যখন কিয়েভ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান শক্ত করতে চাচ্ছে। এই আলোচনার লক্ষ্য প্রায় চার বছর ধরে চলা রাশিয়ার সঙ্গে সংঘাতের সমাধান করা।

ইউক্রেনে ব্যাপকভাবে সমাদৃত সামরিক কর্মকর্তা বুদানোভকে প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হলো। এটি প্রথাগত নিয়মের বাইরে একটি পদক্ষেপ। কারণ সাধারণত এই পদে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতো, যিনি দেশের অভ্যন্তরীণ রাজনীতির ওপর বেশি মনোযোগ দিতেন।

প্রতিরক্ষামন্ত্রীর জন্য মিখাইল ফেদোরভের নাম প্রস্তাব করেছেন জেলেনস্কি। এর মাধ্যমে মূলত কিয়েভের যুদ্ধ প্রচেষ্টায় ড্রোন ও আধুনিক প্রযুক্তির গুরুত্বের দিকটি উঠে এসেছে। ফেদোরভ আগে প্রথম উপ-প্রধানমন্ত্রী ও ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার নিয়োগ নিশ্চিত করার জন্য অবশ্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।

৩৯ বছর বয়সী বুদানোভ জেলেনস্কির দীর্ঘদিনের সহযোগী আন্দ্রি ইয়েরমাকের জায়গায় আসছেন। ইয়েরমাক ছিলেন বহুল সমালোচিত ক্ষমতাধর ব্যক্তি, যিনি নভেম্বরে একটি দুর্নীতির কেলেঙ্কারির কারণে পদত্যাগ করেন। সেই কেলেঙ্কারি রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের জনগণের মধ্যে ক্ষোভ উসকে দিয়েছিল।

জেলেনস্কি আশা করছেন, এই নিয়োগ তার নেতৃত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এমন সময়ে এটি বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ রাশিয়া যুদ্ধক্ষেত্রে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র কিয়েভকে দ্রুত যুদ্ধ শেষ করার জন্য চাপ দিচ্ছে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago