ভেনেজুয়েলায় মার্কিন হামলায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া
ভেনেজুয়েলার শনিবার ভোরে মার্কিন হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে 'আন্তর্জাতিক আইনের লঙ্ঘন' বলে উল্লেখ করে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।
রাশিয়া, ইরানসহ বেশ কয়েকটি দেশ এ হামলাকে সামরিক আগ্রাসন বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নসহ ইউরোপের কয়েকটি দেশ ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
কিউবা
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বারমুডেজ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা জানিয়ে ওয়াশিংটনকে ভেনেজুয়েলার বিরুদ্ধে 'সস্ত্রাসী হামলা' চালানোর অভিযোগ করেছেন।
এক্সে পোস্টে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জরুরি প্রতিক্রিয়া দাবি করেন তিনি।
'স্বদেশ অথবা মৃত্যু, আমরা কাটিয়ে উঠব,' এমন বিপ্লবী স্লোগান দিয়ে পোস্ট শেষ করেন তিনি।
ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছে।
রাশিয়া
ভেনেজুয়েলায় হামলা ও মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানো এবং সংলাপের মাধ্যমে সংকট নিরসনের উপায় খুঁজে বের করার ওপর মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ।'
এতে আরও বলা হয়, বাইরের কোনো ধ্বংসাত্মক সামরিক হস্তক্ষেপ ছাড়া ভেনেজুয়েলার অবশ্যই নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করার ওপর জোর দেয় মস্কো।
ভেনেজুয়েলার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে এর নেতৃত্বের নীতির প্রতি সমর্থন জানায় রাশিয়া।
কলম্বিয়া
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন, 'ভেনেজুয়েলা এবং ল্যাটিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর আগ্রাসন প্রত্যাখ্যান করছি।'
আরেক পোস্টে লিখেছেন, 'পুরো বিশ্বকে সতর্ক করছি যে, তারা (যুক্তরাষ্ট্র) ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে। কলম্বিয়া তার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে যে, শান্তি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জীবন ও মানবিক মর্যাদা রক্ষাকে যে কোনো ধরণের সশস্ত্র সংঘাতের চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে।'
হামলার পর ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন পেত্রো।
ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজা ক্যালাস জানান, সর্বশেষ পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভেনেজুয়েলায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন তিনি।
এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, 'ইইউ বারবার বলেছে যে মাদুরোর বৈধতা নিয়ে প্রশ্ন আছে। যেকোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা সংযমের আহ্বান জানাই।'
স্পেন
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানায়।
একইসঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতারও প্রস্তাব দেয় স্পেন।
ইতালি
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় বর্তমানে প্রায় ১ লাখ ৬০ হাজার ইতালির নাগরিক বসবাস করেন।
তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, 'ভেনেজুয়েলা "নতুন ভোর" অনুভব করছে। অত্যাচারী চলে গেছে। তিনি এখন তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন।'


Comments