মাদুরোর আটকের ওপর বাজি ধরে ৪ লাখ ডলার জিতে নিলেন ব্যবসায়ী

নিকোলাস মাদুরোকে আদালতে নেওয়ার পথে। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হবে, এমন আগাম বাজি ধরে ৪ লাখ ১০ হাজার ডলার জিতে নিয়েছেন অজ্ঞাত এক ব্যবসায়ী।

বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি টাকারও বেশি।

রয়টার্স বলছে, তিনি বাজি ধরার অনলাইন প্ল্যাটফর্ম পলিমার্কেটে মাদুরোকে আটক ও পতনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক বাজিতে বিনিয়োগ করেছিলেন।

মাদুরোকে গ্রেপ্তারের খবর প্রকাশের আগে এসব বাজির মোট মূল্য ছিল প্রায় ৩৪ হাজার ডলার। 

যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে মাদুরোকে আটক করার পর ওই বাজির মূল্য হঠাৎ করেই কয়েক গুণ বেড়ে যায়। 

রয়টার্স জানায়, গত মাসে অজ্ঞাত অ্যাকাউন্টটি খোলা হয়। ২৭ ডিসেম্বর প্রথম দফায় তিনি মাত্র ৯৬ ডলারের বাজি ধরেন, যে চুক্তিতে বলা ছিল ৩১ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালালে তিনি লাভবান হবেন। পরের কয়েক দিনে তিনি একই ধরনের আরও বাজি ধরেন।

পলিমার্কেটের মতো পূর্বাভাসমূলক বাজারে চলমান বিভিন্ন ঘটনার ওপর 'হ্যাঁ', 'না' ভিত্তিক চুক্তিতে লেনদেন হয়। ব্যবহারকারীরা খেলাধুলা, বিনোদন, রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ঘটনার ফলাফল নিয়ে বাজি ধরতে পারেন। এখানে অল্প সময়ের মধ্যে বড় মুনাফার সুযোগ তৈরি হয়।

রয়টার্স জানায়, এই রহস্যময় লেনদেন ইতোমধ্যে মার্কিন আইনপ্রণেতাদের নজরে এসেছে। দেশটিতে অভ্যন্তরীণ এ ধরনের ট্রেডিং নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের দাবি জোরালো হচ্ছে। 

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রিচি টোরেস ঘোষণা দিয়েছেন, তিনি এমন একটি বিল আনবেন, যাতে নির্বাচিত প্রতিনিধি, আইনপ্রণেতা ও ফেডারেল কর্মচারী— যাদের কাছে গোপন তথ্য থাকার সম্ভাবনা থাকে, পূর্বাভাসমূলক বাজারে তাদের বাজি ধরা নিষিদ্ধ করা হবে। 

বর্তমানে মার্কিন নাগরিকদের জন্য পলিমার্কেটের প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ। তবে অনেকেই ভিপিএন ব্যবহার করে সেখানে লেনদেন করছেন বলে অভিযোগ রয়েছে।

পলিমার্কেটে মাদুরোর আটক নিয়ে যেসব লেনদেন হয়েছে তা নিয়ে তদারকি প্রতিষ্ঠান কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন (সিএফটিসি) তদন্ত করছে কি না তা এখনো জানা যায়নি। 

Comments