‘ঠিক কাজ’ না করলে ভেনেজুয়েলার নতুন নেতাকে ‘বড় মূল্য’ চুকাতে হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে হুমকি দিয়ে বলেছেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করেন, তাহলে তাকে 'অনেক বড় মূল্য চুকাতে হবে।'
গতকাল রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দ্য আটলান্টিককে টেলিফোনে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'তিনি (দেলসি) যদি ঠিক কাজটি না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য চুকাতে হবে। সম্ভবত মাদুরোর চেয়েও বড় (মূল্য)।'
শনিবার দিনের শুরুতে কারাকাসে হামলা চালায় মার্কিন বাহিনী। সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। সেখানে মাদক পাচারের অভিযোগে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন মাদুরো।
ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরো সরকারের বাকিদের সঙ্গে তারা কাজ করতে রাজি আছে। তবে ওয়াশিংটনের লক্ষ্যের সঙ্গে কারাকাসকে তাল মিলিয়ে চলতে হবে।
ওয়াশিংটনের লক্ষ্যের মধ্যে আছে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের বিশাল রিজার্ভে মার্কিন বিনিয়োগের পথ সুগম হওয়া।
এমন সময় ট্রাম্প এই হুমকি দিলেন যখন ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত ও সামরিক কর্মকর্তারা দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
শনিবার কারাকাসে মার্কিন হামলার নিন্দা জানিয়ে দেলসি দাবি করেন, ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
'আমরা আমাদের প্রাকৃতিক সম্পদের সুরক্ষা দিতে প্রস্তুত', যোগ করেন তিনি।
ট্রাম্প নিজে দীর্ঘদিন ধরে বিদেশি রাষ্ট্রের সরকার পরিবর্তন ও তাদের ভাগ্যোন্নয়নে যুক্তরাষ্ট্রের নাক গলানোর বিপক্ষে প্রচারণা চালিয়েছেন।
তবে শনিবার তিনি দাবি করে বসেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা 'পরিচালনা' করবে।
তিনি আটলান্টিককে বলেন, 'পুনর্গঠন বা সরকার পরিবর্তন—আপনি এটাকে যাই বলুন না কেন—এখন যা আছে তার চেয়ে ভালো কিছুই হতে যাচ্ছে।'
তিনি বলেন, 'ভেনেজুয়েলার ক্ষেত্রে পুনর্গঠন খারাপ কিছু না। দেশটার অবস্থা নরকের মতো। একটি ব্যর্থ রাষ্ট্র। পুরোপুরি ব্যর্থ। এটা এমন একটি দেশ যেখানে সব ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।'
ভেনেজুয়েলার পাশাপাশি গ্রিনল্যান্ড 'কিনে নেওয়ার' ইচ্ছের কথাও আটলান্টিকের কাছে আবার উল্লেখ করেন ট্রাম্প।
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান গ্রিনল্যান্ডের জন্য কি বার্তা বয়ে এনেছে, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এটা তাদেরকেই দেখে-বুঝে নিতে হবে। আমি এর জবাব জানি না।'
'তবে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। এতে কোনো সন্দেহ নেই। প্রতিরক্ষার জন্য এটা আমাদের দরকার', যোগ করেন ৭৯ বছর বয়সী বিশ্বনেতা ট্রাম্প।


Comments