ব্যস্ত জীবনে সম্পর্কে প্রাণ ফেরাতে মাইক্রো-ডেটিং

কাজ আর প্রেম দুটোকে একসঙ্গে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ব্যস্ত জীবনে হাজারো কাজের চাপ সামলে সঙ্গীর জন্য সময় বের করে দুজন একসঙ্গে সময় কাটানো অনেক সময়ই অসম্ভব মনে হয়।

তবে এই সমস্যা মোকাবেলা করতে নতুন এক উপায় বের হয়েছে। শহরে এসেছে এক নতুন ট্রেন্ড, যা ব্যস্ত দম্পতিদের বেশ কাজে লাগবে। বেশি সময় বা পরিশ্রম না দিয়েই, এটি আপনার ব্যস্ত রুটিনে আনতে পারে বিশাল এক পরিবর্তন। আর সেটি হলো—মাইক্রো ডেটিং।

ব্যস্ত দম্পতিদের মধ্যে ক্রমেই মাইক্রো-ডেটিং বেশ জনপ্রিয়তা লাভ করছে। এই নতুন ডেটিং পদ্ধতির কল্যাণে দিনের ফাঁকা ছোট মুহূর্তগুলো কাজে লাগানো হয়, যখন হয়তো আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু করছেন না বা সময় কাটার অপেক্ষায় বসে আছেন।

ছোট্ট একটি ডেটের জন্যই এই সময়টা মূলত কাজে লাগানো হয়। সময়টা হতে পারে মাত্র দশ মিনিট থেকে শুরু করে আধ ঘণ্টা পর্যন্ত।

শুরুতে এই ট্রেন্ড সম্পর্কে জেনে অবাক লাগতে পারে। কোনো জমকালো ডিনার নাইট বা নিখুঁত আউটিং পরিকল্পনা করার চাপ না নিয়ে এই অল্প সময়গুলো আপনাকে সঙ্গীর সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের সুযোগ করে দেবে মাইক্রো-ডেটিং। 

কাজের চাপ বা দৈনন্দিন জীবনের ঝক্কিঝামেলায় প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানো প্রায়ই মুশকিল হয়ে পড়ে। তখন মাইক্রো-ডেটিং আপনাকে এই সমস্যা থেকে সহজেই উদ্ধার করতে পারে।

কীভাবে সঙ্গীর সঙ্গে এই সংযোগ তৈরি করবেন, সেটি সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে। যেমন, ধরুন আপনি হয়তো একা একাই দিন শুরু করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু মাইক্রো-ডেটিংয়ের মাধ্যমে বরং সেদিন প্রিয়জনকে নিয়ে একসঙ্গে সকালের শুরুটা করতে পারেন। একে অপরকে দিনের প্রস্তুতিতে সাহায্য করতে কছেন, সঙ্গে থাকল এক কাপ কফি—এটাই হতে পারে আপনার দিনের সবচেয়ে সুন্দর মূহুর্ত।

কাজের ফাঁকে একটু বিরতি পেয়েছেন? সেই অল্প সময়টুকুই হতে পারে আপনার সঙ্গীর সাথে একটি ছোট্ট 'ডেট'। একটা ফোনকলেই তৈরি হতে পারে সুন্দর মুহূর্ত।

আবার সন্ধ্যায় যখন দুজনই ফ্রি, তখন প্রিয় মানুষটির সঙ্গে ১৫ মিনিটের হাঁটাহাঁটি কেমন হবে? এ ধরনের ক্ষুদ্র সময়গুলো আমরা প্রায়ই অবহেলা করি, অথচ এগুলোই সবচেয়ে সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব। দিনের ছোট ছোট ফাঁকা মুহূর্তগুলোকে অর্থবহ করে তোলাই মূলত মাইক্রো-ডেটিংয়ের আসল উদ্দেশ্য।

ভীষণ কাজের চাপে যারা দম ফেলার ফুরসত পান না কিংবা যারা বাচ্চার যত্নে সারাদিন ব্যস্ত থাকেন, তাদের জন্য মাইক্রো-ডেটিং হতে পারে সম্পর্ককে আরও সুন্দর করার দুর্দান্ত উপায়। জমকালো কোনো রেস্টুরেন্টে ব্যয়বহুল রিজার্ভেশন ছাড়াই সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে চাইলে মাইক্রো-ডেটিং হতে পারে একেবারে সঠিক সমাধান।

জড়িয়ে ধরা কিংবা হঠাৎ কোনো মজার আলাপচারিতায় প্রাণখোলা হাসি—প্রিয় মানুষের সঙ্গে এমন ছোট্ট ছোট্ট মুহূর্ত খুঁজে নিয়ে সম্পর্ককে আরও দৃঢ় করে তোলা যায়। কয়েক মিনিটের মধ্যেই ভালোবাসার মানুষটিকে সময় দেওয়ার জন্য মাইক্রো-ডেটিং খুব ভালো একটি উপায়।

যেকোন সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য আর অঙ্গীকার দুটোই খুব জরুরি। ব্যস্ত জীবনে ভিড়ের মাঝে একটি সহজ, ছোট্ট রুটিনই হতে পারে সম্পর্ককে বাঁচিয়ে রাখার মূলমন্ত্র। তাই যদি আপনার হাতে সময় কম থাকে, কিন্তু এই ব্যস্ত জীবনের মাঝেই প্রিয়জনের সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করতে চান, তবে মাইক্রো-ডেটিংয়ের সাহায্য নিন! সঙ্গীর সঙ্গে একান্তে একটি সংক্ষিপ্ত লাঞ্চ—হয়তো এটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে চমৎকার ডেট।

অনুবাদ করেছেন সৈয়দা সুবাহ আলম

Comments

The Daily Star  | English

Comforters replacing blankets as urban winter favourite

When Rumana Parveen Rinky, a private jobholder, went shopping for winter essentials this year, she opted for something new -- a comforter..“It’s light, washable, and easy to use,” she said, explaining the reason behind switching from the heavy blanket she used in previous winters. “Blanket

Now