অর্ধশত পোষা বিড়াল নিয়ে ‘ক্যাট শো’

ছবি: টিটু দাস/স্টার

কেউ এসেছেন বিদেশি বিড়াল নিয়ে, কারও কোলে দেশি বিড়াল।

ছবি: টিটু দাস/স্টার

সম্প্রতি বরিশালের নতুন বাজার এলাকায় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় ক্যাট শো। এতে প্রায় অর্ধশত পোষা বিড়াল নিয়ে অংশ নেন বিড়ালপ্রেমীরা।

ছবি: টিটু দাস/স্টার

প্রাণী রক্ষায় সচেতনতা বাড়ানো ও ইতিবাচক বন্ধন তৈরি করতে এই আয়োজন করা হয়।

ছবি: টিটু দাস/স্টার

আমরা চাই মানুষ যেন পোষা প্রাণীর সঠিকভাবে যত্ন নিতে ও দায়িত্বশীলভাবে পালন করতে শেখে—বলেন আয়োজকরা।

ছবি: টিটু দাস/স্টার

এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন গোপাল সাহা। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি! অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, দর্শকদের আগ্রহ এবং সবার ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের অনুপ্রাণিত করেছে।'

ছবি: টিটু দাস/স্টার

তিনি আরও বলেন, 'আমরা লক্ষ্য করেছি, এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ বিড়াল পালনে আগ্রহী হচ্ছেন। সবচেয়ে ভালো দিক হলো, মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন—টিকা দেওয়া, স্বাস্থ্য পরিচর্যা, উপযোগী খাবারের ব্যবস্থা করা এবং বিড়ালের প্রজনন নিয়ন্ত্রণের বিষয় নিয়েও তারা ভাবছেন।'

ছবি: টিটু দাস/স্টার

গোপাল জানান, একটি পেট শপ এই আয়োজনের উদ্যোগ নেয়।

ছবি: টিটু দাস/স্টার

'আমাদের বিশ্বাস, এই ধরনের আয়োজন সমাজে প্রাণী কল্যাণের দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী করবে,' যোগ করেন তিনি।

ছবি: টিটু দাস/স্টার

আয়োজকদের পরামর্শ—'পোষা প্রাণীকে শুধুমাত্র শখ হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবে দেখুন। কেনার আগে কিংবা দত্তক নেওয়ার আগে একবার ভেবে দেখুন, আপনি কি ওর যত্ন নিতে পারবেন? যদি পারেন, তাহলে জীবনভর ভালোবাসা পেয়ে যাবেন।'

ছবি: টিটু দাস/স্টার

অংশগ্রহণকারী অনেকে ডেইলি স্টারকে জানিয়েছেন, বিড়ালের চিকিৎসা খরচ এবং মানসম্মত খাবারের দাম বেশি। তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago