কেন্দ্রীয় শহীদ মিনারে কাল শিল্পী সমরজিৎ রায়চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

সমরজিৎ রায়চৌধুরী
সমরজিৎ রায়চৌধুরী। ছবি: সংগৃহীত

রোববার বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী। 

আগামীকাল সোমবার শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টা থেকে ১১টা তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এবং বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। 

এরপর রাজধানীর সবুজবাগ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সমরজিৎ রায়চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago