ছুটির দিনে জমজমাট বইমেলা

ছুটির দিনে জমে উঠেছে বইমেলা
ছুটির দিনে জমে উঠেছে বইমেলা। ছবি: স্টার

বইমেলার তৃতীয় দিন শুক্রবার বিকেল থেকে লাইন ধরে মেলায় প্রবেশ করেন পাঠক ও দর্শনার্থীরা। আজ ছুটির দিন থাকায় সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি চত্বর ও এর সামনের স্টলগুলোতে ছিল বইপ্রেমীদের ভিড়।

করোনা মহামারির কারণে গত ২ বছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হয়নি। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে বইমেলা। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার বইমেলা নিয়ে আশাবাদী প্রকাশকরা।

উত্তরা থেকে এসেছিলেন রহমত আলী। বাচ্চাদের নিয়ে ছুটির দিনে বইমেলায় ঘুরতে। সকাল থেকে শিশু চত্বর ঘুরে বিকেলে আসেন বাংলা একাডেমি প্রাঙ্গনে। কিনেছেন বেশ কিছু বই। ছুটির দিনে 'শিশু প্রহর' হওয়ায় শিশু-কিশোর আর তাদের অভিভাবকদের সমাগমে মুখর ছিল অমর একুশে বইমেলার প্রথম ২ ঘণ্টা।

ছুটির দিনে জমে উঠেছে বইমেলা
ছবি: প্রবীর দাশ/স্টার

বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায় অনেক মানুষের ভিড়, বাহারি রঙে সাজানো স্টল ও প্যাভিলিয়ন। তবে, কোনো কোনো স্টল থেকে তখনো আসছিল ঠুক-ঠাক আওয়াজ, চলছিল প্যাভিলিয়ন সাজানোর কাজ। 

অন্যদিকে ধুলা উড়ছে মেলা প্রাঙ্গনে। ভোগান্তিতে পড়েছেন আগত দর্শনার্থী, পাঠক ও প্রকাশকরা।

ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন খান কাজল দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছুটির দিনে মেলায় দর্শনার্থীদের ভিড় থাকে। প্রথম দিকে অনেকে আসেন, বই দেখে যান, পরে সংগ্রহ করেন। এবারের মেলার পরিবেশ তুলনামূলক ভালো। বিক্রিও অন্যবারের চেয়ে ভালো হবে বলে মনে হচ্ছে।'

কথাসাহিত্যিক মশিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজকেই প্রথম মেলায় এসেছি। অনেকের সঙ্গে দেখা হচ্ছে, হবে। এবারের মেলায় দুটি বই আসবে। এর মধ্যে একটি এসেছে 'নিরীহ', এটি রুশ থেকে বাংলায় অনুবাদ। ফিওদর দস্তইয়েভস্কির বই, প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। 

ছুটির দিনে জমে উঠেছে বইমেলা
ছবি: প্রবীর দাশ/স্টার

মেলায় নতুন বইয়ের মধ্যে রয়েছে- কথা প্রকাশ থেকে আবুল ফজলের 'মহাভারতের দেশ', আনিসুল হকের 'প্রেরণার গল্প',  ঐতিহ্য থেকে সৈয়দ শামসুল হকের 'কবিতার কিমিয়া',  পিয়াস মজিদের  'ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি', ভাস্কর চক্রবর্তীর 'প্রিয় ৫০ প্রেমের কবিতা', বাংলা একাডেমি থেকে মো. আবদুল হামিদের আত্মজীবনী 'আমার জীবননীতি আমার রাজনীতি',  আগামী থেকে আনোয়ারা সৈয়দ হকের 'হে সন্তপ্ত সময়' (বঙ্গবন্ধুর দুই কন্যার জীবনভিত্তিক প্রথম উপন্যাস ১৯৭৫-১৯৮২), হেলাল হাফিজের নতুন কবিতার বই 'কবিতা ৭১', সাইমন জাকারিয়া ও নাজনিন মর্তুজার 'ফোকলোর ও লিখিত সাহিত্য: জারিগানের আসরে বিষাদসিন্ধু' ও সুবিদ আলী ভূঁইয়ার 'বঙ্গবন্ধুকে যেমন দেখেছি', ইমদাদ হকের সার্বিয়া, -শুভ্র শহরের দেশে,  রবিউল কমলের 'রূপকথা', ঐতিহ্য থেকে আশিক রেজার ভেড়া  ও ভয়তন্ত্র ।

Comments

The Daily Star  | English

Industrial output soars, but where are the jobs?

Over the past decade, more and more industries have sprung up across the country, steadily increasing production. But while output rose, factories did not open their doors to more workers.

10h ago