বই পর্যালোচনা

কান্তজীর কাকতালীয় কাণ্ড

সাইমন মোহসিনের প্রথম উপন্যাস, কান্তজীর কাকতালীয় কাণ্ড, একটি চমকপ্রদ সামাজিক-রাজনৈতিক থ্রিলার যা ক্ষমতা, প্রতিরোধ এবং ন্যায়বিচারের জটিল ওয়েবকে গভীরভাবে বিশ্লেষণ করে। সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসটি রহস্য, থ্রিলার এবং রাজনৈতিক চক্রান্তের এক নিখুঁত সংমিশ্রণ, যেখানে সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরা হয়েছে।

গল্পটি তিন তরুণ সাংবাদিক—নাসিম, সায়েম এবং জুয়েল—এর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়, যারা কাজের সুবাদে দিনাজপুর সফরে গিয়ে এক বিপজ্জনক এবং অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহে জড়িয়ে পড়ে। সাধারণ এক যাত্রা ধীরে ধীরে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পরিণত হয়, যেখানে তারা ক্ষমতাবান প্রতিপক্ষের মোকাবিলা করতে বাধ্য হয়। তাদের পথচলায় তানিয়া ও তার ছেলে অয়নের সঙ্গে পরিচয় ঘটে, যারা নিজেদের এক আলাদা যাত্রায় রয়েছে। একই সঙ্গে শিগা ও তার মেয়ে শিশিরও দিনাজপুরে আসে, যার মাধ্যমে আধুনিক ও পাশ্চাত্য সংস্কৃতির সাথে বাংলাদেশের সরল জীবনধারার বৈপরীত্য ফুটে ওঠে।

উপন্যাসের মূল প্রতিপক্ষ হোসেন মোল্লা, এক ভূমিদস্যু, যিনি সংখ্যালঘুদের শোষণ করে ধর্ম ও রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করে। তার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় নিলয়, এক সংগ্রামী অধিকারকর্মী, যিনি দুর্বলদের রক্ষা করতে জীবন উৎসর্গ করেন। কিন্তু এই লড়াই শুধুমাত্র স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়—মোল্লার ক্ষমতা বিদেশি স্বার্থান্বেষী শক্তি ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সাথে জড়িত, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। স্থানীয় ব্যবসায়ী শিকদার এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী চৌধুরী পরিবারও এই চক্রান্তের সঙ্গে যুক্ত, যা উপন্যাসটিকে আরও গভীরতা প্রদান করে।

গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে কান্তজী মন্দিরের প্রেক্ষাপট, যা ইতিহাস এবং আধুনিক রাজনীতির সঙ্গে সংযুক্ত। একটি পুরনো রহস্য যা এই মন্দিরের সাথে জড়িত, সেটিও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে, যা কেবল রহস্যকে বাড়িয়েই তোলে না, বরং কাহিনীর গভীরতা বৃদ্ধি করে।

মোহসিনের লেখনী পাঠকদের সম্পূর্ণভাবে নিমগ্ন করে রাখে, যেখানে নিয়তি, কাকতালীয় ঘটনা এবং মানবিক উদ্যোগ একসঙ্গে মিলিত হয়েছে। উপন্যাসটির গতিময়তা দারুণ, চরিত্রগুলো গভীর ও বাস্তবধর্মী, যারা নৈতিক সংকট ও ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে সমাজের বৃহৎ সমস্যাগুলোর প্রতিফলন ঘটায়। সাংবাদিকতার বাস্তবধর্মীতা ও কথাসাহিত্যিক কল্পনার সংমিশ্রণে মোহসিন এমন একটি উপন্যাস রচনা করেছেন যা শুধু বিনোদন নয়, বরং চিন্তার খোরাকও জোগায়।

কান্তজীর কাকতালীয় কাণ্ড কেবল একটি থ্রিলার নয়—এটি মানবতার দৃঢ়তা, সংহতি ও ন্যায়বিচারের প্রতি অবিচল প্রত্যয় নিয়ে লেখা এক অসাধারণ উপন্যাস। এর বিষয়বস্তু সর্বজনীন, যা পাঠকের চিন্তাকে উসকে দেয় এবং মনকে আন্দোলিত করে।

Comments

The Daily Star  | English

One killed as bearing pad of metro rail falls at Farmgate, train operations halted

As a safety measure, metro rail services remain suspended from 12:30pm, Dhaka Mass Transit Company Limited official says

41m ago