জন্মশতবর্ষে সুলতান: উদযাপন চলবে ২ বছর

বাঙালির ভেতরের শক্তির উত্থানকে বর্ণিল ক্যানভাসে ফুটিয়ে তুলতেন বরেণ্য শিল্পী এস এম সুলতান। আজ তার জন্মবার্ষিকী। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। গতকাল শনিবার থেকে তার তার জন্মশতবার্ষিকী উদযাপনের শুরু হিসেবে ঢাকার বেঙ্গল শিল্পালয়ে হয়েছে 'শিল্পী সুলতানের উত্তরাধিকার: কল্পনা, সৌন্দর্য ও সহজ মানুষের উত্থানের রাজনীতি' শিরোনামে আলোচনা অনুষ্ঠান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহমান মৈশান। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন  অধ্যাপক আবুল মনসুর, শিল্পী মুস্তফা জামান, শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে নাসির আলী মামুনের সম্পাদনায় 'সুলতান খনন' নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

শাহমান মৈশান বলেন, 'যিনি শিল্পী হয়ে ওঠেন একবার, প্রতিষ্ঠার ধারণাটা তার কাছে গৌণ হয়ে যায়।'

সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, 'প্রতিভাবান মানুষ গৎবাঁধা ছকে চলতে পারেন না। সুলতানও সেই ছকের মানুষ ছিলেন না। সুলতানের পড়াশোনা ছিল। এ ধরনের মানুষ নিজে থেকেই পড়েন। সুলতান সেই স্বশিক্ষিতদের একজন।'

উদযাপন কমিটির আহ্বায়ক শিল্পী মনিরুল ইসলাম বলেন, 'শিল্পী এস এম সুলতানের সঙ্গে আমার দেখা হয়েছিল। তার ভিন্ন ধারার জীবনাচারের কথা দেখা হওয়ার আগেই জেনেছিলাম।'

এ ছাড়াও, ভাস্কর হামিদুজ্জামান খান, শিল্পী মুস্তাফা মনোয়ার, ফরিদা জামান, কনক চাঁপা চাকমা, কথাশিল্পী হাসনাত আব্দুল হাই, গবেষক বদরুদ্দীন উমরসহ অনেকে সুলতানকে নিয়ে বক্তব্য দেন।

জন্মশতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটির সদস্য সচিব নাসির আলী মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুলতানের জন্মশতবর্ষ ছিল গত বছর। জুলাই গণঅভ্যুত্থানের কারণে আমরা পরিকল্পনা করেও আগাতে পারিনি। দেশে এবং নিউইয়র্ক ও জাপানেও এবার অনুষ্ঠান হবে।'

তিনি জানান, আলোচনা, প্রদর্শনী, বই প্রকাশ ও গবেষণাসহ নানা আয়োজনে সুলতানের জন্মশতবর্ষের উদযাপন চলবে দুই বছর।

Comments

The Daily Star  | English

SC Secretariat Ordinance: Judges may hold executive posts

Lower court judges will be able to hold executive positions in the law ministry as well as state entities even after the establishment of a Supreme Court secretariat aimed at keeping the judiciary free from the executive’s influence, says a draft ordinance.

4h ago