বইমেলায় নিষিদ্ধ জান্নাতুল নাঈম প্রীতির বই

অমর একুশে বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান,
অমর একুশে বইমেলা। ছবি: ইমরান মাহফুজ

চলমান অমর একুশে বইমেলায় নিষিদ্ধ করা হয়েছে জান্নাতুন নাঈম প্রীতির 'জন্ম ও যোনির ইতিহাস' বইটি।

মঙ্গলবার বইমেলার টাস্কফোর্স মেলার নীতিমালা পরিপন্থী ব্যক্তিগত আক্রমণ ও বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য থাকায় বইটি মেলায় প্রদর্শন ও বিক্রির নির্দেশনা দেয়৷

মঙ্গলবার বিকালে টাস্কফোর্স এই বইয়ের প্রকাশনা সংস্থা নালন্দা প্রকাশনীকে বইটি বিক্রি করতে মানা করেন।

নালন্দা প্রকাশনীর প্রকাশক রেদওয়ানুর রহমান জুয়েল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'টাস্কফোর্স আমাদেরকে বইটি বিক্রি করতে মানা করায় আমরা প্রীতির বইটি বইমেলায় বিক্রি বন্ধ করেছি। তবে বইটি বাংলাবাজারে পাওয়া যাবে।'

বাংলা একাডেমির টাস্কফোর্সের সভাপতি অসীম কুমার দে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই বইটিতে বইমেলার নীতিমালা পরিপন্থী বিভিন্ন বিষয় উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ব্যক্তি আক্রমণ, বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য। যার কারণে আমরা চলমান অমর একুশে বইমেলা থেকে বইটির প্রদর্শন ও বিক্রয় বন্ধের জন্য প্রকাশককে জানিয়েছে এবং প্রকাশক আমাদের এ সিদ্ধান্ত মেনে নিয়েছে।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago