কবি আসাদ চৌধুরী মারা গেছেন

খ্যাতিমান কবি আসাদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আসাদ চৌধুরীর জামাতা নাদিম ইকবাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কবি আসাদ চৌধুরী বাংলাাদেশ সময় দুপুর একটার দিকে মৃত্যুবরণ করেন। ওনার মরদেহ বাংলাদেশে নেওয়া হবে কি না তা পরে জানানো হবে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।'

কবি আসাদ চৌধুরী কয়েক বছর ধরে সপরিবারে টরন্টোতে বসবাস করছেন। তিনি ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম।

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান।

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

1h ago