বইমেলা নির্বাচনের আগে না পরে, সে বিষয় এখনো কিছু বলা যাচ্ছে না: আজম

জাতীয় নির্বাচন ও রমজানকে সামনে রেখে ডিসেম্বরে এবারের অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি, তা পিছিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনের আগে বইমেলা আয়োজন না করার জন্য আমাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অফিসিয়ালি কোনো আলাপ হয়নি। তাই বইমেলা নির্বাচনের আগে না পরে হবে, সে বিষয় এখনো কিছু বলা যাচ্ছে না।'
মাসব্যাপী একুশে বইমেলা নিয়ে অনেক আকাঙ্ক্ষা লেখক পাঠক ও প্রকাশকদের। বইয়ের বৃহত্তম এই উৎসবকে ঘিরে সবার মাঝেই থাকে আলাদা আগ্রহ ও উদ্দীপনা। কিন্তু আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।
এ সিদ্ধান্তের পর মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন লেখক ও প্রকাশকরা।
Comments