যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার জবাবে চীনের দুর্লভ ধাতু রপ্তানিতে বিধিনিষেধ

সেমিকনডাক্টর চিপ খাত নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে কৌশলগত বিবাদ চলছে। প্রতিকী ছবি: রয়টার্স
সেমিকনডাক্টর চিপ খাত নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে কৌশলগত বিবাদ চলছে। প্রতিকী ছবি: রয়টার্স

চীন কিছু দুর্লভ ধাতু রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এই ধাতুগুলো মূলত সেমিকন্ডাকটর চিপ ও বৈদ্যুতিক গাড়ি নির্মাণে ব্যবহার হয়। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সতর্কবাণী দিয়েছে বেইজিং।

আজ বুধবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এর এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও শুল্ক বিভাগ সোমবার এক যৌথ বিবৃতিতে দুর্লভ ধাতু গ্যালিয়াম ও জার্মেনিয়ামের তৈরি কিছু পণ্যের রপ্তানিতে বিশেষ অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা চালু করেছে। এই বিধিনিষেধ আগস্টের ১ তারিখ থেকে চালু হবে। কারণ হিসেবে 'জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার' কথা বলা হয়েছে।

এই ঘোষণা এমন সময় এল যখন যুক্তরাষ্ট্র চীনের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রপ্তানির ওপর নতুন বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে। এটা হতে পারে চীনের প্রযুক্তি খাতকে পঙ্গু করে তোলার মার্কিন উদ্যোগের সর্বশেষ সহযোজন।

মঙ্গলবার দ্য গ্লোবাল টাইমসে প্রকাশিত সম্পাদকীয়তে জানানো হয়, ওয়াশিংটন ও তার মিত্ররা চীনের প্রযুক্তি খাতকে দমিয়ে রাখতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে। কিন্তু এ ক্ষেত্রে তারা এটা ভাবছে না, যে চীনও একই ধরনের উদ্যোগ নিতে পারে এবং এ ধরনের কাজে সার্বিকভাবে প্রযুক্তি সরবরাহ বিঘ্নিত হতে পারে, যা এই খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

সম্পাদকীয়তে আরও জানানো হয়, চীন যদি তাদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার্থে এ ধরনের বৈধ ও যৌক্তিক উদ্যোগ নিতে থাকে, তাহলে তা কতদিন পর্যন্ত ওয়াশিংটন উপেক্ষা করতে পারবে, সেটাই বড় প্রশ্ন।

সংবাদপত্রটি জানায়, 'যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে তারা সবাই একযোগে চীনের কাছে মাইক্রোচিপ রপ্তানি বন্ধ করে দেয়। বিপরীতে, চীনের উদ্যোগ অনেকটাই মৃদু ও সতর্কবাণীর মতো। এ থেকে বোঝা যাচ্ছে, বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল থেকে চীনকে বাদ দেওয়ার প্রচেষ্টায় দেশটি নীরব দর্শকের ভূমিকা পালন করতে আগ্রহী নয়।

চীনের এক সাবেক কর্মকর্তা জানান, বেইজিং এর পক্ষ থেকে বিধিনিষেধের উদ্যোগ 'মাত্র শুরু হল।'

চীনের সাবেক উপবাণিজ্যমন্ত্রী ওয়েই জিয়ানগুও এক সাক্ষাৎকারে বলেন, '(চীনের) চিপ-নির্মাণ উপকরণের রপ্তানিতে নিয়ন্ত্রণ বসানোর বিষয়টি একটি সুচিন্তিত, কড়া আঘাত।' তিনি আরও জানান, যতদিন পর্যন্ত চীনের অত্যাধুনিক প্রযুক্তি খাতকে লক্ষ্য করে বিধিনিষেধ আরোপ করা হবে, ততদিন পর্যন্ত চীনও প্রত্যুত্তর দেবে।

বেশ কয়েকবছর ধরে বিশ্বে কৌশলগত প্রভাব বাড়ানোর বিষয়টি নিয়ে লড়ছে যুক্তরাষ্ট্র ও চীন।

এলইডি, ইন্টিগ্রেটেড সার্কিট ও সৌর প্যানেলে ব্যবহৃত ফটোভোলটাইক প্যানেল তৈরিতে ব্যবহার হয়য় গ্যালিয়াম। অপরদিকে, জার্মেনিয়াম দিয়ে অপটিকাল ফাইবার ও ইনফ্রারেড ক্যামেরা লেন্স তৈরি হয়।

ইউরোপীয় কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ৮০ শতাংশ দুর্লভ ধাতু উৎপাদন করে চীন।

মঙ্গলবার ইউরোপীয় কমিশন চীনের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা অনুযায়ী 'সুস্পষ্ট নিরাপত্তা ঝুঁকি' না থাকলে ধাতু রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ না করার অনুরোধ জানিয়েছে।

 

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

12h ago