সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের পর দিল্লিতে স্বস্তির বৃষ্টি

যমুনার তীরে পাইপ থেকে বের হয়ে আসা পানিতে গোসল করে গরমের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন এই দিল্লিবাসী। ছবি: এএফপি
যমুনার তীরে পাইপ থেকে বের হয়ে আসা পানিতে গোসল করে গরমের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন এই দিল্লিবাসী। ছবি: এএফপি

আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৫২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়। এর দুই ঘণ্টা পরই রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

গত কয়েকদিন তীব্র তাপদাহের মধ্য দিয়ে যাচ্ছে দিল্লি রাজ্য। সর্বোচ্চ তাপমাত্রা এই কয়দিন ৫০ এর আশেপাশেই থেকেছে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির আশেপাশে।

এর আগে আবহাওয়া অধিদপ্তর রাজধানীর বেশিরভাগ এলাকায় চরম পর্যায়ের তাপদাহের হুশিয়ারি দিয়েছিল। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আজকের সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাষ দিয়েছিল ৪৫ দশমিক ৮ ডিগ্রি। তবে দুপুর আড়াইটার দিকে মুঙ্গেশপুরে ৫২ দশমিক তিন ডিগ্রি তাপমাত্রা দেখা যায়, যা ভারতের ইতিহাসে দেশটির যেকোনো অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা।  

আইএমডি'র আঞ্চলিক প্রধান কুলদ্বিপ শ্রীবাস্তব জানান, দিল্লির উপকণ্ঠে মুঙ্গেশপুর ও নারেলায় সবচেয়ে আগে রাজস্থান থেকে আসা লু হাওয়া আঘাত হানে। যার ফলে সেখানে চরম মাত্রার তাপদাহ দেখা দেয়।

প্রচণ্ড গরমেও টোল বুথে কাজ করছেন নয়াদিল্লির এই বাসিন্দা। ছবি: এএফপি
প্রচণ্ড গরমেও টোল বুথে কাজ করছেন নয়াদিল্লির এই বাসিন্দা। ছবি: এএফপি

তাপদাহের কারণে প্রায় সারাক্ষণই এসি চালিয়ে রাখতে বাধ্য হচ্ছেন দিল্লির বাসিন্দারা। যার ফলে বিদ্যুতের চাহিদার ক্ষেত্রেও নতুন রেকর্ড তৈরি হয়েছে।

কর্মকর্তারা জানান, আজ বুধবার আট হাজার ৩০২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল দিল্লিতে।

এবারই প্রথম দিল্লিতে বিদ্যুতের চাহিদা আট হাজার ৩০০ মেগাওয়াট ছাড়িয়েছে বলে জানান তারা।

দিল্লির বাসিন্দাদের ভোগান্তি বাড়াতে পানি সঙ্কটও দেখা দিয়েছে। দিল্লির মন্ত্রী অতিশি সিং জানান, হরিয়ানা সরকার কেন্দ্রীয় রাজধানীকে হিস্যা অনুযায়ী যমুনার পানি দিচ্ছে না, যার ফলে কিছু কিছু জায়গায় পানি সঙ্কট দেখা দিয়েছে।

তাপদাহের পাশাপাশি পানি সঙ্কটেও ভুগছে দিল্লিবাসী। ছবি: এএফপি
তাপদাহের পাশাপাশি পানি সঙ্কটেও ভুগছে দিল্লিবাসী। ছবি: এএফপি

দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি সরকার আজ দিল্লির পানি বোর্ডকে ২০০টি দল গঠনের নির্দেশ দিয়েছে। এই দলগুলোর দায়িত্ব হবে পানির অপচয়ের ওপর নজর রাখা এই প্রবণতা কমানো। হোসপাইপ দিয়ে গাড়ি ধোয়া, ট্যাংকে পানি উপচে পড়া ও বাণিজ্যিক কাজে সুপেয় পানি ব্যবহারে দুই হাজার রুপির বিধান চালু করা হয়েছে। 

Comments

The Daily Star  | English

Blood Moon 2025: Dhaka witnesses total lunar eclipse

Astronomy enthusiasts and skywatchers gathered on rooftops and open spaces to witness the rare spectacle

5h ago