ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়ার ‘বর্ষবরণ’

উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) নিক্ষেপ। ছবি: দ্য কোরিয়া হেরাল্ড

বছরের প্রথম দিনেই স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) ছুড়েছে উত্তর কোরিয়া।

আজ রোববার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের রিয়ংসং এলাকা থেকে আজ স্থানীয় সময় ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পূর্ব সাগরে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বার্তায় গণমাধ্যমকে বলেছে, 'উত্তর কোরিয়ার যেকোনো উসকানির যথাযথ জবাব দিতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত।'

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের বার্তায় বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার 'অবৈধ অস্ত্র কর্মসূচির অস্থিতিশীল প্রভাব'কে তুলে ধরে।

সদ্য বিদায়ী বছরে উত্তর কোরিয়া প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

2h ago