ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে দেখা গেছে ‘এমভি লেডি মেরি জয় ৩’ নামের জাহাজটিতে নলের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে। ছবি: রয়টার্স
কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে দেখা গেছে ‘এমভি লেডি মেরি জয় ৩’ নামের জাহাজটিতে নলের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে। ছবি: রয়টার্স

ফিলিপাইনের ১টি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে ১০ জন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় দেশটির দক্ষিণের বাসিলান প্রদেশের কাছাকাছি সমুদ্রে ফেরিতে আগুন লাগার পর ২৩০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দক্ষিণ মিন্দানাও অঞ্চলের কোস্ট গার্ড প্রধান কমোডোর রেজার্দ মারফে জানান, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে ছড়িয়ে পড়া আগুনে ৯ জন আহত হয়েছেন। ফেরির মোট যাত্রী ধারণক্ষমতা ৪৩০ এর মতো।

কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে দেখা গেছে 'এমভি লেডি মেরি জয় ৩' নামের জাহাজটিতে নলের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং উদ্ধারকৃত যাত্রীদের উপকূলে নিয়ে আসা হচ্ছে।

কোস্ট গার্ড জানিয়েছে, তারা তদন্ত ও নিরাপত্তা বিশ্লেষণে সহায়তা করবে এবং সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে কী না, তা পরীক্ষা করবে।

ফিলিপাইন দ্বীপপুঞ্জ প্রায় ৭ হাজার ৬০০ দ্বীপের সমন্বয়ে গঠিত। দেশটির নৌযাত্রার ক্ষেত্রে নিরাপত্তার রেকর্ড খুব একটা ভালো নয়। সেখানে প্রায়ই পুরনো নৌযান অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করে।

মে মাসে ১৩৪ জন যাত্রী বহনরত অপর ১ ফেরিতে আগুন লেগে অন্তত ৭ জন নিহত হয়েছিলেন।

 

Comments

The Daily Star  | English

Yunus thanks foreign medical teams for treating Milestone crash victims

A delegation of 21 physicians and nurses from Singapore, China, and India met Yunus at Jamuna

10h ago