আরও ১ জনকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান সরকার

তালেবান সদস্যরা একটি সামরিক হাসপাতালের সামনে প্রহরায় নিয়োজিত আছেন। ফাইল ছবি: এএফপি
তালেবান সদস্যরা একটি সামরিক হাসপাতালের সামনে প্রহরায় নিয়োজিত আছেন। ফাইল ছবি: এএফপি

আফগানিস্তানে ২০২১ এর আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতা দখলের পর জনসম্মুখে গুলি করে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আজ মঙ্গলবার তালেবান প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, আফগানিস্তানের এক প্রাদেশিক মসজিদের সামনে গুলি করে খুনের দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবানের প্রথম শাসনামলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা অনেক বেশি থাকলেও চলতি মেয়াদে এর আগে শুধু একজনকেই এভাবে জনসম্মুখে দণ্ড দেওয়া হয়েছে।

২০২২ এর ডিসেম্বরে ফারাহ প্রদেশে অপর এক ব্যক্তিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

প্রাদেশিক তথ্য কর্মকর্তাদের বিবৃতিতে বলা হয়, 'লাঘমান প্রদেশের মধ্যাঞ্চলে অবস্থিত সুলতান গাজি বাবা শহরে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যাতে সে যন্ত্রণা ভোগ করে এবং তার মৃত্যু যেন অন্যদের জন্য শিক্ষণীয় বিষয় হয়।'

বিবৃতিতে প্রয়াত খুনিকে 'নাসিমের ছেলে আজমল' হিসেবে অভিহিত করা হয় এবং জানানো হয়, তিনি ৫ ব্যক্তিকে হত্যা করেছেন।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা এএফপিকে জানান, প্রায় ২ হাজার মানুষ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়টি সরাসরি দেখেন। তাদের মধ্যে আজমলের হাতে নিহতদের পরিবারের সদস্যরাও ছিলেন।

শরিয়া আইন মেনে আজমলের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

 

 

Comments

The Daily Star  | English

1 killed in attack on ‘darbar sharif’ in Rajbari

Hundreds of people attacked a “darbar sharif”, exhumed the body of Nurul Haque -- widely known locally as “Nural Pagla” -- from his grave and set it on fire in Goalanda upazila of Rajbari yesterday.

4h ago