অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত আফগানিস্তান-পাকিস্তান, জানাল কাতার

আফগান প্রতিরক্ষামন্ত্রী ও পাক প্রতিরক্ষামন্ত্রী হাত মেলাচ্ছেন। ছবি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়

সীমান্তে এক সপ্তাহ ধরে চলা তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আজ রোববার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তান ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে 'এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথ উদ্যোগ ও কাঠামো গঠনের বিষয়ে একমত হয়েছে।'

দোহা জানায়, স্থায়ী যুদ্ধবিরতি এবং তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে দুই দেশ আগামী কয়েক দিনের মধ্যে পরবর্তী বৈঠক করবে।

এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। শনিবার দুই পক্ষই দোহায় শান্তি আলোচনা আয়োজনের কথা জানায়।

আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে কাবুলের আলোচনাকারী দল কাতারের রাজধানীতে পৌঁছায়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানায়, তালেবান প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

তারা জানায়, আলোচনার মূল বিষয় হবে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের দিকে চলমান সন্ত্রাসী হামলা বন্ধের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ এবং পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা।

ইসলামাবাদের দাবি, কাবুল তাদের ভূখণ্ডে বিদ্রোহীদের আশ্রয় দেয়। তালেবান অবশ্য আফগান ভূখণ্ডে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। দুই দেশের মধ্যে দুই হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

Comments

The Daily Star  | English

Onion imports to resume Sunday

50 permits, allowing up to 30 tonnes each, to be issued daily

5h ago