আদালত অবমাননা মামলায় ইমরান খানের আগাম জামিন

ইমরান খান
ইমরান খান। ছবি: রয়টার্স ফাইল ফটো

আদালত অবমাননা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে আগাম জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

আজ রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের পক্ষে আইনজীবী বাবর আওয়ান জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

গত ২০ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে ইমরানের মন্তব্যকে কেন্দ্র করে ইসলামাবাদের মারগালা থানায় দায়ের করা মামলায় গতকাল শনিবার এক ম্যাজিস্ট্রেট সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, তাদের জোট সরকার ইমরান খানকে আটক করবে না।

গতকাল তিনি জিও নিউজকে বলেন, বিচারক ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যদি তিনি আদালতে হাজির হতে ব্যর্থ হন।

'আইনের ধারায় এমনটি বলা আছে,' উল্লেখ করে তিনি ইমরানকে গ্রেপ্তারের সম্ভাবনাকে নাকচ করেন।

Comments

The Daily Star  | English

123 individuals 'pushed in' from India

BGB sends protest note to BSF; border on high alert

59m ago