আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১৫

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: রয়টার্স
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: রয়টার্স

আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত শরণার্থী মন্ত্রণালয় আজ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে বন্যার কবলে মৃতের সংখ্যা ৩১৫ হয়েছে। এ ছাড়া আরও এক হাজার ৬০০ মানুষ আহত হয়েছেন।

আজ রোববার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, শুক্রবারের বন্যায় ১৫৩ জন মারা গেছেন। এই সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছিল মন্ত্রণালয়।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রাদেশিক কার্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শরণার্থী মন্ত্রণালয় এই তথ্য জানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, আকস্মিক বন্যায় হাজারো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশু পানিতে ভেসে গেছে।

মানবিক সংস্থাগুলো বলেছে বন্যায় স্বাস্থ্যসেবা ও পানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে।

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক। ছবি: রয়টার্স
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক। ছবি: রয়টার্স

জাতিসংঘ আফগানিস্তানকে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বিপদে আছে এমন রাষ্ট্রের তালিকার প্রথম দিকে রেখেছে। দেশটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার হয়।

২০২১ সালে আন্তর্জাতিক মহলে স্বীকৃত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ক্ষমতা দখল করে তালেবান। এর পর থেকেই দেশটি থেকে সকল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অর্থায়ন প্রত্যাহার করে। আগের মতো ত্রাণ সহায়তাও পায় না দেশটি। যার ফলে আফগান অর্থনীতিতে ধস নামে। পরবর্তী কয়েক বছরে দেশটির পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

তালেবানের অর্থমন্ত্রী দিন মোহাম্মাদ হানিফ রোববার এক বিবৃতিতে জাতিংসঘের মানবিক সংস্থা ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকে বন্যাদুর্গতেদের সহায়তা করার জন্য আহ্বান জানান

Comments

The Daily Star  | English
Khaleda Zia contribution to Bangladesh democracy

A leader who strengthened our struggle for democracy

Khaleda Zia leaves behind an enduring legacy of service.

13h ago