পাকিস্তানে বাস খাদে পড়ে মৃত ২৯

পাকিস্তানের কোয়েটায় বাস দুর্ঘটনায় ২৯ জন মারা গেছেন। ছবি: ডন
পাকিস্তানের কোয়েটায় বাস দুর্ঘটনায় ২৯ জন মারা গেছেন। ছবি: ডন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কাছাকাছি জায়গায় বাস দুর্ঘটনায় অন্তত ২৯ জন মারা গেছেন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি ও ডন।

আজ ভোরে বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহর থেকে কোয়েটা যাত্রার পথে বাসিমা শহরের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। 

স্থানীয় সরকারের কর্মকর্তা ইসমাইল মেঙ্গাল বলেন, 'পার্বত্য অঞ্চলে মোড় ঘোরাতে যেয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়।'

এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৯ বলে তিনি উল্লেখ করেন।

'আমরা এখনো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। এমন হতে পারে যে চালক ঘুমিয়ে পড়েছিলেন, অথবা দ্রুতগতিতে চালাচ্ছিলেন। যার ফলে এই দুর্ঘটনা ঘটে', যোগ করেন তিনি।

হাসপাতালে আহত চালকের মৃত্যু হয়। আরও ২০ জনেরও বেশি মানুষ এই দুর্ঘটনায় আহত হয়েছেন।

বাসিমা সিভিল হাসপাতালের প্রধান চিকিৎসক নুর উল্লাহ এএফপিকে জানান, সেখানে ২৯টি মরদেহ নিয়ে আসা হয়েছে, যার মধ্যে তিন নারী ও দুই শিশু রয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 'এই মর্মান্তিক ট্রাফিক দুর্ঘটনায় গভীর শোক' প্রকাশ করেছেন।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর অসংখ্য মানুষ মারা যান।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের সড়কে নিরাপত্তা খুবই কম, চালকদের প্রশিক্ষণের বালাই নেই এবং সব মিলিয়ে দুর্বল পরিবহন অবকাঠামোর কারণে হতাহতের সংখ্যা এত বেশি।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

11h ago