বেলুচিস্তানে স্কুল বাসে বোমা হামলায় নিহত ৬, ভারতকে দায়ী করল পাকিস্তান

বেলুচিস্তানে স্কুল বাসে বোমা হামলায় ৬জন নিহত হয়েছেন। ছবি: ডন
বেলুচিস্তানে স্কুল বাসে বোমা হামলায় ৬জন নিহত হয়েছেন। ছবি: ডন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার একটি স্কুল বাসে বোমা হামলায় চার শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

খুজদারের সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এই হামলায় ভারতের মদদ রয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সরকার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা।

নিহতদের মধ্যে আছেন বাসচালক ও তার সহকারী। শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসটি হামলার শিকার হয়। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন, এই হামলার নেপথ্যে থাকা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন জুগিয়ে আসছে ভারত।

গত কয়েক দশকের মধ্যে ভারত-পাকিস্তানের সবচেয়ে গুরুতর সংঘাতের প্রায় দুই সপ্তাহ পর এই হামলার ঘটনা ঘটল। মার্কিন মধ্যস্থতায় ইসলামাবাদ-নয়াদিল্লি যুদ্ধবিরতিতে সম্মতি দেয়, যা এখনো কার্যকর রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বিবৃতিতে আরও বলেন, 'ভারতের মদদে সন্ত্রাসীরা স্কুল বাসে ভ্রমণরত নিরীহ শিশুদের ওপর হামলা চালিয়েছে, যা তাদের সহিংস মনোভাবের সুস্পষ্ট প্রমাণ।'

পাকিস্তানের সামরিক বাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার 'পরিকল্পনা ও বাস্তবায়ন' করেছে ভারত।

তবে এখনো কোনো গোষ্ঠী এই বোমা হামলার দায় স্বীকার করেনি।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, চার শিশু, বাসচালক ও তার সহকারী নিহত হয়েছেন।

খুজদার জেলার স্থানীয় সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াসির ইকবাল দাস্তি এএফপিকে বলেন, 'স্থানীয় আর্মি পাবলিক স্কুলের (এপিএস) শিক্ষার্থীদের বহনকারী বাসকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। হামলার সঠিক কারণ খোঁজা হচ্ছে।'

'প্রাথমিক তদন্ত বলছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা', যোগ করেন তিনি।

এএফপি বলছে, বেলুচিস্তানে সবচেয়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত নিষিদ্ধঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এই সংগঠন নিয়মিত এ অঞ্চলের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।

তবে সাম্প্রতিক কিছু হামলার দ্বায় স্বীকার করেছে ইসলামিক স্টেটসের (আইএস) স্থানীয় শাখা ও পাকিস্তানি তালেবান।

এর আগে, ২০১৪ সালে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। নিহতদের বেশিরভাগই ছিল শিক্ষার্থী।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago