মগবাজারে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় শামীম (৭) নামের এক শিশু মারা গেছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শামীম ময়মনসিংহের ধুবাউরা থানার চন্দ্রিকান্দা গ্রামের দিনমজুর রুবেল হোসেনের ছেলে। মগবাজার ওয়ারলেস গেট পোড়া বস্তিতে পরিবারের সঙ্গে থাকত সে। 

সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।

শিশুটির প্রতিবেশী মরিয়ম বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওয়ারলেস গেট ডাক্তার গলিতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল শামীম। খেলতে খেলতে এক সময় সে দৌড়ে ডাক্তার গলির মুখে রেললাইনে চলে যায়।এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তেজগাঁওগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Gold rebounds after four consecutive declines in a week

Gold prices bounced back today after falling for the fourth straight time in the local market within a week..In a press release, the Bangladesh Jewellers Association (Bajus) said the price of gold will rise to Tk 202,708 per bhori (11.664 grammes) from tomorrow..The new rate is Tk 8,

Now