আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

তারা হলেন-রোকন (৩২) ও শাহাদত (২২)। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির পাশে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।  

মৃত শ্রমিকদের সহকর্মী কবির হোসেন জানান, রোকন ও শাহাদত রাজমিস্ত্রির কাজ করতেন। ১৪ তলা ভবনের তৃতীয় তলায় বাইরের দিকে তারা প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় তারা নিচে পড়ে গুরুতর আহত হন।

কবির জানান, তাদের দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায়। 

পরিদর্শক মো. বাচ্চু মিয়া ডেইলি স্টারকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তাদের বিস্তারিত ঠিকানা এখনো জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Surging numbers of children using e-cigarettes: WHO

UN health agency says e-cigarettes are fueling a new wave of nicotine addiction

3h ago