হাজারীবাগ বটতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

হাজারীবাগ
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হাজারীবাগ বটতলা বস্তি। ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর হাজারীবাগে বটতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিব মিয়া ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ওই বস্তিতে আগুন লেগেছিল।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

জানতে চাইলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুনে বস্তি ২৫-৩০টি ঘর পুড়েছে। আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করছি।'

রাত ৯টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বস্তির বেশ কিছু ঘর পুড়ে গেছে। এইসব ঘরের বাসিন্দারা খোলা জায়াগায় অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, বস্তির প্রায় ৮০টি ঘর আগুনে পুড়ে গেছে। এগুলোর মধ্যে প্রায় ৩৫টি ঘর ছিল জসীমউদ্দীনের। এছাড়া কামালের কিছু ঘর পুড়ে গেছে।   

Comments

The Daily Star  | English

Push-ins from India cross 1,000

Bangladesh alleges human rights violations

21m ago