চাকরি পাওয়ার ৩ দিন পর গাড়িচাপায় যুবক নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নরসিংদীর পলাশে কাভার্ড ভ্যান চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল (২৬) কাজির চর গ্রামের মমিন উদ্দিনের ছেলে এবং প্রাণ কোম্পানির কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, রুবেল ৩ দিন আগে ডাঙ্গার চরকায় প্রাণ কোম্পানির কর্মচারী হিসেবে চাকরিতে যোগ দেন। রোববার সকালে অফিসের যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাসা থেকে বের হন তিনি। সকাল সাড়ে ৬টার দিকে সাইকেল চালিয়ে কাজির চর গ্রামের মূল সড়কে পৌঁছালে পিছন থেকে আসা একটি কন্টেইনার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কন্টেইনাইরের চালক পালিয়ে যায়।

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খাইরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh won’t travel to India for T20 World Cup

The Bangladesh Cricket Board (BCB) has decided not to send the national team to India for the upcoming ICC T20 World Cup, following a directors' meeting today, and has requested the ICC to change the venue.

2h ago