বাড়ি ফিরেছেন রনি

সুস্থ হওয়ার পর রনিকে (ডানে) ফুল দিয়ে হাসপাতাল থেকে বিদায় দেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (বামে) ও ডা. সামন্ত লাল সেন (মাঝে)। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন গাজীপুর পুলিশ লাইনে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কমেডিয়ান ও কৌতুক অভিনেতা আবু হেনা রনি এবং পুলিশ সদস্য জিল্লুর রহমান।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে চিকিৎসক, নার্স, পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রনি।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ছাড়পত্র তুলে দেন রনি ও জিল্লুরের হাতে।

এ সময় ডা. সামন্ত লাল সেন বলেন, 'তারা আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, আমরা খুবই আনন্দিত।'

তিনি বলেন, 'রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন, তখন থেকেই চিকিৎসকরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য।'

এ ধরনের দুর্ঘটনা এড়াতে আইজিপিসহ দেশবাসী সবাইকে সতর্ক থাকতে ও সার্বক্ষণিক মনিটরিং করার পরামর্শ দেন তিনি।

চিকিৎসক-নার্সদের প্রতি কৃতজ্ঞতা ও সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন আবু হেনা রনি বলেন, 'পোড়া রোগীর কী যে কষ্ট, তা নিজের না পুড়লে বোঝা যাবে না। দেশের প্রতিটি বিভাগে বার্ন ইনস্টিটিউট থাকা উচিৎ। এতে এ ধরনের রোগীদের কষ্ট আরও কমবে। আমাদেরও সচেতন হতে হবে, যাতে কাউকে হাসপাতালে যেতে না হয়।'

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

11h ago