মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত নুশরাত জাহান সুমি (৩৮) বাংলাদেশ রেটিং এজেন্সির (বিডিআরএএল) কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করে। 

মৃতের সহকর্মী আরিফুল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, নুশরাত বিডিআরএএলের সিনিয়র অ্যানালিস্ট ছিলেন। সন্ধ্যায় অফিস শেষ করে বাসায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, 'নুশরাত মগবাজারে ট্রেনের ধাক্কায় আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

মৃতের ভাই ভাই জাহাঙ্গীর হোসেন ডেইলি স্টারকে জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায়। বর্তমানে খিলগাঁও গোড়ান আলী আহমেদ রোডে একটি বাসায় তারা ভাড়া থাকেন। 

দুই ভাই দুই বোনের মধ্যে নুশরাত সবার ছোট বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Heavy bombing in Gaza after Rubio backs Israel

Rubio showed no daylight between himself and Netanyahu on a visit to Jerusalem

32m ago