জুরাইনে ট্রাকচাপায় শিশু নিহত

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর জুরাইনে রাস্তা পার হওয়ার সময় বালুভর্তি ট্রাক চাপায় শিশু ইব্রাহিম (১২) নিহত হয়েছে। এই ঘটনায় চালকে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১১টার দিকে শ্যামপুর জুরাইন মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মৃত ইব্রাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার ছমছলিয়া গ্রামের মো. হাশেমের ছেলে। সে পরিবারের সঙ্গে জুরাইন তুলা বাগিচা এলাকায় থাকতো।

নিহতের বড় ভাই মো. দুলাল ডেইলি স্টারকে বলেন, 'ইব্রাহিম মাজার গেটে মুরগির দোকানের কর্মচারী হিসেবে এক বছর ধরে কাজ করতো। রাতে খবর পাই সে ট্রাকের নিচে চাপা পড়েছে। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে থাকতে দেখি।'

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলআমিন হোসেন ডেইলি স্টারকে বলেন, 'রাস্তা পার হওয়ার সময় বালুর ট্রাক ইব্রাহিমকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। পুলিশ চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English
mob violence in South Asia

Why mob violence is rising across South Asia

In South Asia, the mob has evolved into a calculated tool for political mobilisation and social policing.

8h ago