কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকায় দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

আজ রোববার সকাল ৬টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হন।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক গিয়াসউদ্দিন জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন নামে এক যাত্রী নিহত হন।

আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরাবাজার ইউটার্নে সবজি বোঝাই পিকআপ চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন মালন মিয়া নামে এক রিকশাচালক।

ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago