হলফনামা

হাসনাতের ব্যাংকে জমা ২৬ লাখ টাকার সোনা, মোট সম্পদ ৫০ লাখ

হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মোট সম্পদের মূল্যমান ৫০ লাখ টাকা, যার মধ্যে ব্যাংকে জমা ২৬ লাখ টাকার সোনা। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন তিনি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দেন হাসনাত আবদুল্লাহ।

হলফনামায় তিনি তার স্থাবর-অস্থাবর ও বার্ষিক আয়ের তথ্য প্রকাশ করেন। এতে বলা হয়, তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রয়েছে। তিনি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। 

তবে তার নামে কোনো কৃষি জমি নেই। পিতা-মাতা-স্ত্রী-সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল।

হলফনামায় হাসনাত আবদুল্লাহ আরও জানান, তার ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য রয়েছে।

তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই।

হলফনামায় পেশা হিসেবে তিনি ব্যবসা করছেন বলে উল্লেখ করেছেন। তার ব্যবসাপ্রতিষ্ঠানের মূলধন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার স্ত্রী গৃহিনী।

হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। 

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনী আসনের মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ ও নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯।

এ আসনে হাসনাতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago