কিশোরগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সূতি নওগাঁও ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে ময়মনসিংহগামী সৌখিন এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ভৈরব অভিমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ১ জন নারীসহ ২ জন নিহত হন। আহত হন আরও ৪ জন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান মোজাম্মেল হক।

Comments

The Daily Star  | English

Is the Venezuela operation part of a US–China power struggle?

The operation in Venezuela was therefore about more than drugs, oil, or technological prowess.

10h ago