বগুড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

কাহালু উপজেলায় ফসলি জমিতে বিমানটি জরুরি অবতরণ করে। ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় ফসলি জমিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে বিমানের ২ পাইলট সুস্থ ও স্বাভাবিক আছেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এরুলিয়া বিমানবন্দর থেকে দুজন পাইলট নিয়ে বিমানটি উড্ডয়ন করে। কারিগরি ত্রুটির কারণে কাহালু উপজেলার দুগাছি গ্রামের ফসলি জমিতে সেটি অবতরণে বাধ্য হয়।'

'বিমানটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি এবং উভয় পাইলটই নিরাপদে অবতরণ করেছেন', যোগ করেন তিনি।

ওসি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে একটি হেলিকপ্টার এসে বিমানটিকে এরুলিয়া বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে গেছে।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইটে জানানো হয়, আজ সকাল ১০টা ৩৫ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) দুজন বৈমানিকসহ এরুলিয়া বিমানবন্দর, বগুড়া সংলগ্ন এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে। সকাল ১০টা ৩৪ মিনিটে বিমানটি এরুলিয়া বিমানবন্দর, বগুড়ায় অবস্থিত বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুল থেকে উড্ডয়ন শুরু করে। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মাহবুব ও স্কোয়াড্রন লিডার হালিমুর নিরাপদ ও সুস্থ আছেন।

উল্লেখ্য, দুর্ঘটনায় পতিত প্রশিক্ষণ বিমানটি বিমান বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে মেরামতযোগ্য।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago