টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা (২৮) বাটাজোড় বাজারে মেশিনারি পার্টসের ব্যবসায়ী ও উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলীর ছেলে তার ভাগ্নে শাকিল আহমেদ (১৭) একই গ্রামের আবদুস সালামের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামা-ভাগ্নে মোটরসাইকেলে বাড়ি থেকে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান।'

স্থানীয় জনতা ট্রাকটিকে জব্দ করলেও এর চালক পালিয়ে গেছেন, যোগ করেন তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো মামলা হয়নি।'

Comments

The Daily Star  | English

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

16m ago