মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

মানিকগঞ্জে সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭
মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতাল। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের ৩ তলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়ে রোগীসহ ৭ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে ওই ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহতরা হলেন, সদর উপজেলার বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৪), পালড়া গ্রামের মনির হোসেন, মনোয়ারা বেগম (৩২), সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের জেরিন আক্তার (২০), আয়শা আক্তার (২১) ও কাকলি আক্তার। তারা সবাই সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত আরও ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার আতোয়ার খান বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিকট শব্দ হয়। গিয়ে দেখি লিফট নিচে পড়ে গেছে। এসময় লিফটে থাকা আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, 'দুর্ঘটনায় তো কারো হাত নেই। টেকনিক্যাল লোককে খবর দেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটলো তারা দেখলে জানা যাবে। কিছুদিন আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুল রউফ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিষয়টি জানা যাবে।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

6m ago