গুলশানের ভবনে আগুন

উদ্ধারকাজে বিমানবাহিনীর হেলিকপ্টার

গুলশানে ১২ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। ছবি: পলাশ খান/স্টার

রাজধানীর গুলশানে ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে আটকে পড়াদের উদ্ধারে বিমানবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসেছে বিমানবাহিনীর ৫টি ইউনিট।

৫টি ইউনিটের নেতৃত্বে থাকা বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'খবর পাওয়া মাত্রই বিমানবাহিনীর ৫টি ইউনিট ঘটনাস্থলে এসেছে। আমরা আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সাহায্য করছি। এছাড়া ভেতরে আটকে পড়াদের উদ্ধারের জন্য ১টা হেলিকপ্টার ঘটনাস্থলে এসেছে। আরও ১টি হেলিকপ্টার আনা হচ্ছে।'

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৭ ঘণ্টা পর রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার অভিযানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১ জন নিহত হয়েছেন। মৃত ব্যক্তি ৩০-৩৫ বছর বয়সী পুরুষ।

ভবনটির ১১ তলা থেকে ৩-৪ জনকে লাফ দিয়ে নিচে পড়তে দেখা গেছে। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

 

Comments

The Daily Star  | English

Two firefighters suffer 100% burns in Tongi blaze: Burn institute

Four firefighters, one worker injured in chemical warehouse fire; three in critical condition

2h ago