বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানসহ স্ত্রী-ছেলের ৩৮ অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি: আইএসপিআর

দুর্নীতির অভিযোগে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম এবং ছেলে শেখ লাবিব হান্নানের আরও ৩৮টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

এসব অ্যাকাউন্টে অভিযুক্তরা এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা জমা করেছেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শনিবার দুদকের উপ-পরিচালক তানজির হাসিব সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দুদকের পক্ষে আবেদনটি করেন।

আবেদনে বলা হয়েছে, হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষগ্রহণ, রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার, নিয়োগ কেলেঙ্কারি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়েছে। এই দম্পতি এবং তাদের ছেলে যেকোনো সময় তাদের অ্যাকাউন্টের অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করতে পারেন। তারা সম্পত্তি হস্তান্তর করলে, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। এ পরিপ্রেক্ষিতে একটি আদেশের প্রয়োজন।

এর আগে, গত ৬ মে একই আদালত হান্নান ও তার পরিবারের সদস্যদের ছয়টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন।

একইসঙ্গে ঢাকার নিকুঞ্জ, মিরপুর ডিওএইচএস এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত চারটি ফ্ল্যাট ও চার দশমিক ৭৫ কাঠা অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত।

এর আগের দিন একই আদালত হান্নান ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago