ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানী ঢাকার কাকরাইল ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ লিমন (২৮) ও অজ্ঞাত (৩৫) বছরের এক যুবক।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম জানান, মধ্যরাতে কাকরাইলে প্রধান বিচারপতি বাসভবনের সামনের মোড়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ছিটকে পড়ে আহত হন মোটরসাইকেল চালক। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল রাজধানী ক্লিনিকের সামনের সড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় এক যুবক নিহত হন। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Nepal Home Minister Ramesh Lekhak resigns amid protests

Resignation follows deaths of 19 people during Gen Z protests

11m ago