শিবচর

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত অন্তত ১৭

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় গতকাল রোববার ঢাকাগামী ইমাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন ২৬ জন।

চালক ও ২ হেলপারসহ বাসটিতে মোট ৪৬ জন ছিলেন।

আজ রোববার সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থল থেকে পুলিশ ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে। পাশে লাইফ কেয়ার হাসপাতালে নেওয়ার পথে ২ জন মারা যান।'

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত একজন পাচ্চর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আমাদের খুলনা সংবাদদাতা জানিয়েছেন, বাসটি খুলনার ফুলতলা বাস কাউন্টার থেকে ভোর ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

খুলনার সোনাডাঙ্গা বাস কাউন্টার ম্যানেজার মো. সবুজ খান ডেইলি স্টারকে বলেন, 'ফুলতলা থেকে একজন ও সোনাডাঙ্গা থেকে ১৩ জন যাত্রী নিয়ে খুলনা থেকে ছেড়ে যায় ইমাদ পরিবহনের বাসটি।'

তিনি বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই কাউন্টারে এসে স্বজনদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। মোট ৪৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বাসটি।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago