শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক আইনজীবী নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাহবুব হাসান শার্শা উপজেলার নাভারণ দক্ষিণ গুরুজবাগান গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। তিনি হাইকোর্টের আইনজীবী ছিলেন এবং কর্মসূত্রে ঢাকায় থাকতেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় শার্শার শ্যামলাগাছী এলাকায় যান মাহবুব হাসান। সেসময় হাইওয়ে পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মনিরুজ্জামান সোনা মিয়া ডেইলি স্টারকে বলেন, 'ঈদের ছুটিতে মাহবুব বাড়িতে এসেছিল। সন্ধ্যায় সে হেঁটে হেঁটে শ্যামলাগাছী যাচ্ছিল।'

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লক্ষ্মীন্দর কুমার দে ডেইলি স্টারকে বলেন, 'সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মাহবুব হাসানকে হাসপাতালে আনা হয়। এখানে আনার পর তার মৃত্যু হয়।'

ওসি আব্দুল আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী মাহবুব হাসান মারা গেছেন। পুলিশ মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা করছে।'

Comments

The Daily Star  | English
Dhaka city urban development problems

Dhaka on a perilous path: Lax rules, weak oversight fuel unplanned expansion

Near-unregulated vertical expansion put immense pressure on utilities and infrastructure, worsened traffic congestion, compromised fire safety

15h ago