বাউফল

বরফকলের গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১

পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর বাউফলে বরফকলের গ্যাস লাইনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত রাসেল খান (৩৭) বরফকলের সহকারী পরিচালক। আহতরা হচ্ছেন- বরফকলের কর্মচারী প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী (৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল ফায়ার স্টেশন অফিসার আরিফুজ্জামান বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করছি গ্যাস সিলিন্ডারের সাপ্লাই লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হয়তো সিলিন্ডারের কাছে ছিলেন, তাই গ্যাসের তীব্র তাপে তিনি দগ্ধ হন।'

আহত শ্রমিকরা জানান, ঘটনার কিছু আগে বরফকলের মেশিনে ত্রুটি দেখা দেয়। পরে ঠিক করে আইস মেইকিং মেশিন চালু করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপরেই গোটা মেশিন রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দৌড়ে বাইরে চলে এলেও রাসেল ওই রুমে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার কারণে উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে ওই বরফকল কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

30m ago