বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: ৩ জনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জে প্রায় ৫০-৬০ জন যাত্রীসহ ওয়াটার বাসডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ রোববার রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, এখন পর্যন্ত ৭ জনকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩টি মরদেহ রয়েছে। ৩ জনই পুরুষ। এরমধ্যে একজন ১৫ বছরের শিশু রয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানিগঞ্জ থানার সাব-ইনস্পেক্টর সেন্টু চন্দ্র সিংহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফায়ার সার্ভিস, পুলিশ, বিআইডব্লিউটিএসহ সবাই মিলে এখন পর্যন্ত মোট ৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।'

সেন্টু চন্দ্র আরও বলেন, 'ডুবে যাওয়া ওয়াটার বাসটি ডুবুরিরা শনাক্ত করেছে। এখনো পানি থেকে ওঠানো যায়নি। ওঠানোর পর ভেতরে কোনো মরদেহ আছে কি না জানা যাবে। উদ্ধারকাজ চলছে।'

ওয়াটার বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের ডুবুরি দল কাজ করছে।

সদরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, '৫০-৬০ জন যাত্রী নিয়ে ওয়াটার বাসটি শ্যামবাজার ঘাট থেকে তেলঘাট যাচ্ছিল। হঠাৎ বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ওয়াটার বাসটি ডুবে যায়।'

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

38m ago