বাস পুকুরে পড়ে নিহত ১৭: আশুলিয়া থেকে চালক গ্রেপ্তার

মোহন খান। ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের নিহত হওয়ায় ঘটনায় দুর্ঘটনাকবলিত  বাসটির চালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৮ এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার সকাল ৫টার দিকে ঢাকার আশুলিয়া থেকে মোহনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বাসটির সুপারভাইজার ফয়সাল ওরফে মিজানকেও গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকেই মোহন খান ঝালকাঠি, টঙ্গী, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার খোঁজ পাওয়া যায়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তারের পর মোহন স্বীকার করেছেন যে ঘটনার সময়ে বাসে অতিরিক্ত যাত্রী ছিল এবং তিনি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এ ছাড়া, ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেও ভারী গাড়ি চালনার লাইসেন্স তার ছিল না।

মোহনকে ঝালকাঠি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব।

গত ২২ জুলাই ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় 'বাশার স্মৃতি পরিবহন' নামে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে পড়ে অন্তত ১৭ জন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩৫ জন। দুর্ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বাসটির চালক।

 

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

9h ago