থেমে থাকা অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে থেকে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে শিশুসহ ৪ জন নিহত হয়েছে।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে ওই উপজেলার সোহাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বলিবাড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮), একই ইউনিয়নের শাখাইতি গ্রামের মৃত জাফর আলীর ছেলে আসকার মিয়া (৬০) ও ভৈরব উপজেলার বাসিন্দা উজ্জল মিয়া।

ওসি জানান, অটোরিকশায় চালকসহ ৫ জন ছিলেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় একটি অটোরিকশা থেমে ছিল। ঢাকাগামী কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাটিকে ধাক্কা দিলে এতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান চলছে।

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

50m ago