কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও ৩ জেলের মৃত্যু

Fire logo
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জেলে মারা গেছেন।

এরা হলেন—মোহাম্মদ শাহীন (৩৫), মোহাম্মদ রহিম (৩০) ও মোহাম্মদ আরমান (২০)।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে দায়িত্বরত সহকারী অধ্যাপক এস খালেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকাল সাড়ে ৭টায় শাহীন, ৯টা ৩১ মিনিটে রহিম ও দুপুর দেড়টায় আরমান মারা গেছেন।'

এ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হলো। ডা. খালেদ বলেন, 'কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ প্রায় প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে। আজকে যে ৩ জন মারা গেছেন তাদেরও শ্বাসনালী দগ্ধ হয়েছিল। এছাড়া শরীরের শতকরা ৫০ থেকে ৭৫ শতাংশ অংশ দগ্ধ হয়েছিল।

বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২ জন এবং বার্ন ইউনিটে ২ জন ভর্তি আছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক, জানান ডা. খালেদ।

তিনি বলেন, 'যেহেতু দগ্ধ জেলেদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তারা কেউই আশঙ্কামুক্ত নন।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়াছটার ৬ নম্বর ঘাট এলাকায় একটি মাছ ধরার ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হন। তাদের মধ্যে ১১ জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

2h ago